বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সোনারগাঁয়ে পুত্রের হাতে পিতা খুন 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁয়ে পুত্রের হাতে পিতা খুন 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত পুত্রকে মাদক সেবনের টাকা না দেয়ায় পুত্রের ছুড়িকাঘাতে খুন হলেন পিতা শফিকুল ইসলাম। রোববার (২২ ডিসেম্বর) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। 

নিহতের ভাতিজা ইয়ামিন সুজন বলেন, আমার চাচাতো ভাই রিফাত  মাদকাসক্ত। প্রায় সময়ই মাদক কেনার টাকার জন্য বাড়িতে ঝগড়া করতো। মাদকের টাকার জন্য তার বাবার সাথে ঝগড়ার এক পর্যায়ে ছুড়ি দিয়ে পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত রাশেদুল হাসান খাঁন জানান, ছেলের হাতে বাবার খুনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।মামলার প্রস্তুতি চলমান রয়েছে।

টিএইচ